প্রাণের ৭১

বর্তমান ছাত্র আন্দোলনটি সরকারের জন্য সুবর্ণ সুযোগ। -মোঃ শামসুল আরিফ

সরকারী একটি বাস সার্ভিস আছে বিআরটিসি, যা জিম্মি হয়ে আছে বেসরকারি বাস ট্রাক মালিকদের হাতে, কোন রুটে বিআরটিসি গাড়ী চললে বেসরকারি মালিক পক্ষ তা বন্ধ করতে হীন কোন কাজ নাই তারা তা করে না, এমনি, ট্রেনের সময় পরিবর্তন, দেরি করে ছাড়ার জন্য এরা অন্যায় ভাবে বিনিয়োগ করে থাকে।

স্কুলের ছাত্রদের এই আন্দোলন আমি সমর্থন করি, আমি বাংলাদেশে খুব জার্নি করতাম, বিভিন্ন বাস ভ্রমন করার অভিজ্ঞতা আছে, আছে তাদের(বাস ড্রাইভার /সহকারী) আচারন দেখার।

সরকার এই আন্দোলন থেকে উপকৃত হতে পারে। এই জনমত ব্যাবহার অবাধ্য বাস মালিক সমিতিকে তাদের অপরাদের জন্য শাস্তি দিতে পারে। বেসরকারি বাস কমিয়ে, সরকারি বাস বিআরটিসি বাসের সংখ্যা বাড়াতে পারে। যাত্রী অধিকার আইন কঠোর করতে পারে। বিআরটিসি বাস আধুনিকায়ন করতে পারে।
আমি মনে করি পুরোনো ব্যাবস্থা বাদ দিয়ে বাস বা যোগাযোগ ব্যাবস্থা আধুনিক করার এটি একটি সুবর্ন সুযোগ।

মোঃ শামসুল আরিফ শিমুল।






প্রতিউত্তর দিন Anonymous উত্তর ক্যান্সেল করুন

Your email address will not be published. Required fields are marked as *

*