প্রাণের ৭১

ভোটের আগে আর ওয়াজ মাহফিলের অনুমতি নয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগে ওয়াজ মাহফিলের অনুমতি না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অবশ্য ইতোমধ্যে যেসব ওয়াজ-মাহফিলের তারিখ নির্ধারণ করা আছে, সেগুলো করা যাবে।

এছাড়া বিশেষ কারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে অনুষ্ঠান আয়োজন করা যাবে। তবে এসব অনুষ্ঠানে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

উল্লিখিত নির্দেশনা পালন করতে রিটার্নিং কর্মকর্তাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে বলেছে ইসি। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত চিঠিতে সই করেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। চিঠিটি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*