প্রাণের ৭১

সন্তানদের শুধু কোকা-কোলা খাওয়ানোর অপরাধে ফ্রান্সে পিতার কারাদন্ড

লিমোজেস (ফ্রান্স) ফ্রান্সে চার ও দু’বছর বয়সী দু’সন্তানের পিতাকে কারাদন্ড দেয়া হয়েছে। সন্তানদের শুধুমাত্র কোকা-কোলা খাইয়ে রাখার অপরাধে তাদের পিতাকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়। শিশুদের আইনজীবী এ কথা জানান।
ফ্রেঞ্চ ভিকটিমস ৮৭ সংস্থার প্রতিনিধি কার্লো পাপন বুধবার বলেন, এই পিতা লিখতে, পড়তে, গুণতে এমনকি পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নিতেও জানে না। কল্যাণ ভাতা হিসেবে পাওয়া অর্থের পুরোটাই সে মদের পেছনে খরচ করতো।
তিনি আরো বলেন, কল্যাণ ভাতা হিসেবে অর্থ পাওয়ার কিছুদিনের মধ্যেই এই পরিবারে খাওয়ার মত কিছুই ছিল না। শুধু ছিল কোকা-কোলা। খবর এএফপি’র।
ফ্রান্সের মধ্যাঞ্চলীয় লিমোজেসের এই লোক স্ত্রী ও সন্তানের প্রতি সহিংস ছিল বলেও জানা গেছে। সাতটি দুধ দাঁত পড়া বড়ো ছেলে এবং কথা বলতে না পারা ছোটটিকে কেয়ার হোমে নেয়া হয়েছে। সেখানে তারা মাংস-সব্জি খেতে দেয়া হচ্ছে।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর ব্রুনো রবিনেত বলেন, তাদের ঘরে কিছুই নেই। বাচ্চাগুলো চাদরবিহীন জাজিমে ঘুমাতো। তাদের কোন খেলনাও ছিল না। (বাসস)






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*