প্রাণের ৭১

স্মার্ট জাতীয় পরিচয়পত্র এখন প্রত্যেক নাগরিকের অপরিহার্য: সিইসি

পটুয়াখালী- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। লেখাপড়া, বিবাহ, পাসপোর্ট, চাকুরী সকল ক্ষেত্রেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র অবশ্যম্ভাবী হয়েছে।

তিনি বলেন, প্রত্যেক নাগরিকের এখন থেকে সরকারের যে কোন সুযোগ সুবিধা গ্রহণেও এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র দরকার হবে।

বৃহষ্পতিবার বেলা ১২ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ২ লাখ ১২ হাজার ৮৬৬ জনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্মার্ট কার্ড প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম, পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কেএম নূরুল হুদা মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের ২০জন নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

তালিকায় বাউফলে কর্মরত মিডিয়ার কোন নাগরিক না থাকায় এবং অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের বসার ব্যবস্থা না করায় স্থানীয় ও জেলা পর্যায়ের কোন সাংবাদিক অনুষ্ঠানে যোগদান না করে বাহির থেকে সংবাদ সংগ্রহ করেন। এনিয়ে অনুষ্ঠানে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।






প্রতিউত্তর দিন Anonymous উত্তর ক্যান্সেল করুন

Your email address will not be published. Required fields are marked as *

*