প্রাণের ৭১

অবশেষে করামুক্ত শহিদুল আলম

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পাঁচ দিন পর মঙ্গলবার রাতে কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম।

জামিনের কাগজ কারাগারে পৌঁছার পর রাত ৮টা ২৫ মিনিটে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান বলে ইউএনবিকে জানিয়েছেন জেলার মাহবুব ইসলাম।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গত ১৫ নভেম্বর শহিদুল আলমের জামিন আবেদন মঞ্জুর করে হাইকোর্ট।

এর আগে মামলায় জামিন আবেদন করলে শহিদুল আলমকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে গত ৭ অক্টোবর রুল জারি করে হাইকোর্ট। এরপর এ মামলায় তার জামিন বিষয়ে হাইকোর্টে রুল শুনানি হয়।

গত ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস তার জামিন আবেদন নামঞ্জুর করে।

গত ২৮ আগস্ট অসুস্থতা বিবেচনায় জামিন মঞ্জুর করতে হাইকোর্টে আবেদন করেন শহিদুল আলম।

৪ সেপ্টেম্বর এ মামলার জামিন শুনানিতে বিব্রতবোধ করেন হাইকোর্টে দ্বৈত বেঞ্চ। সিদ্ধান্ত নিতে একইদিন আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠায়।

গত ৫ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা শহিদুল আলমকে ডিভিশন দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

গত ৫ আগস্ট রাতে রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে শহিদুলকে আটক করে ডিবি পুলিশ। ৬ আগস্ট তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে পুলিশ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*