প্রাণের ৭১

অস্তিত্ব সংকটে বাঘ!

অদূর ভবিষ্যতে কি বাঘেদের জায়গা হবে কেবল ছবিতেই?
২৯ জুলাই বিশ্বব্যাপী পালিত বাঘ দিবসে নানা সচেতনতা ও বাঘ রক্ষায় নানা উদ্যোগের কথা বলা হয়। অদূর ভবিষ্যতে কি বাঘেদের জায়গা হবে কেবল ছবিতেই?
২০১০ সাল থেকে পালিত হচ্ছে আন্তর্জাতিক বাঘ দিবস।
বিশ্বব্যাপী বাঘ রক্ষায় সচেতনতা তৈরীতেই এ দিবস পালন করা হয়।
২০১৫ সালের গণনায় দেখা যায় বাংলাদেশের সুন্দরবনে মাত্র ১০৬টি বাঘ রয়েছে।
প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুই কারণেই সুন্দরবনে বাঘের অস্তিত্ব সংকটে ।
প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাঘের সংখ্যা কমছে।
বিশ্বজুড়ে সার্কাসেও বাঘের ব্যবহার হয়।
বাংলাদেশ ও ভারতে বাঘ রক্ষায় নানা উদ্যোগ নেয়া হলেও বাঘশিকার কমছে না।
জীববৈচিত্র্য রক্ষায় বাঘের নিরাপদ পরিবেশ সৃষ্টি করাটা জরুরী।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*