প্রাণের ৭১

আগামী ২৯ মার্চ থেকে এইচএসসি’র কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের।

আগামী ২৯ মার্চ থেকে এইচএসসি’র কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, আগামী ২ এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার চারদিন আগে ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এইচএসসির সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

পরীক্ষা শুরুর সাতদিন আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ করার নিয়ম। থাকলেও সময় স্বল্পতাসহ বিভিন্ন কারণে পরীক্ষার চারদিন আগে থেকে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হলো।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*