প্রাণের ৭১

আজ পহেলা ডিসেম্বর …..

এ মাসেই বাঙালী পেয়েছিল তার বহু কাক্সিক্ষত স্বাধীনতা। পৃথিবীর ইতিহাসের বর্বরোচিত গণহত্যা, পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে লড়ে ৯ মাসের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পৃথিবীর বুকে এ মাসেই রচিত হয়েছিল এক অমর গাথা বাঙালীর স্বাধীনতা। একটি মানচিত্র, একটি পতাকা, একটি দেশ। যার নাম বাংলাদেশ। একাত্তরের ১৬ ডিসেম্বর বাংলাদেশ নামক যে রাষ্ট্রের যাত্রা শুরু করেছিল ।বাঙালীর হাজার বছরের স্বপ্নপূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন হওয়ায় বেদনাবিধূর এক শোকগাথার মাসও এই ডিসেম্বর। এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি পাক হানাদার বাহিনীর এদেশীয় দোসর-রাজাকার, আল-বদর, আল-শামস দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। একটি জাতিকে মেধাহীন করে দেয়ার এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের কোন নজির বিশ্বে নেই।

প্রতিদিনই নানা কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে প্রিয় মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করবে এবং তাদের মাগফেরাত কামনা করবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*