প্রাণের ৭১

আফগানিস্তানের কাবুলে টিভি উপস্থাপককে প্রকাশ্যে গুলি করে হত্যা

আফগানিস্তানে এক মহিলা সাংবাদিককে দিনে দুপুরে গুলি করে খুন করেছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা। তার নাম মীনা মঙ্গল। শনিবার কাবুলের পূর্ব প্রান্তে ঘটনাটি ঘটেছে। মিনা আফগানিস্তান পার্লামেন্টের সাংস্কৃতিক পরামর্শদাতা ছিলেন বলেও জানা গিয়েছে।

 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মীনা মঙ্গল নামে ওই সাংবাদিক ও সংবাদ উপস্থাপক স্থানীয় তিনটি টিভি চ্যানেলে চুক্তির ভিত্তিতে কাজ করতেন। শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাঁকে গুলি করে খুন করে অজ্ঞাত ব্যক্তিরা।

 

পুলিশ তদন্ত শুরু করলেও হত্যার পিছনে মোটিভ কী, তা এখনও জানা যায়নি। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত পাঁচ মাসে আফগানিস্তান মোট ১৫ সাংবাদিককে বোমা মেরে খুন করা হয়েছে। যার মধ্যে একদিনেই খুন হয়েছেন ন’জন।

 

 

মীনার খুনের ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি৷ হত্যাকাণ্ড জঙ্গি হামলা নাকি নিতান্তই ব্যক্তিগত আক্রোশে, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ৷ গুলি চালানোর ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি৷

 

 

অন্যদিকে শনিবারই আফগানিস্তানের লামান এলাকা লুকিয়ে থাকা তালেবান জঙ্গিদের উপর ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এতে পাঁচজন নিহত হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*