প্রাণের ৭১

‘আমার সাবেক প্রেমিক খারাপ, কিন্তু মিয়ানমার সেনাবাহিনী আরও খারাপ’

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সোচ্চার দেশটির তরুণ সমাজ। সেনাবাহিনীর বিধিনিষেধ উপেক্ষা করে তারা রাস্তায় নেমেছে। সেইসঙ্গে প্ল্যাকার্ডে সেনাবাহিনীকে কটাক্ষ করে লিখেছে বিভিন্ন লেখা।

এক তরুণ আন্দোলনকারীর প্ল্যাকার্ডে লিখেছেন, আমার সাবেক খারাপ কিন্তু মিয়ানমার সেনাবাহিনী আরও খারাপ। আরেকজনের প্ল্যাকার্ডে লেখা, আমি স্বৈরাচার চাই না আমি বয়ফ্রেন্ড চাই।

কেউ লিখেছেন, আপনারা ভুল জেনারেশনের সঙ্গে ঝামেলা করছেন। এছাড়া কেউ লিখেছেন, আমাদের ভবিষ্যৎ ধ্বংস হওয়ার অনুমতি দিবো না।

গতকাল দেশটিতে লাখো বিক্ষোভকারী প্রতিবাদে নামে। গতকালের এই বিক্ষোভকে দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে সেনাবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে চতুর্থ দিনের মতো আজও অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে।

বিবিসির এক সংবাদদাতা বলেছেন, নেপিডোতে মঙ্গলবার পুলিশ কর্মকর্তারা বিক্ষোভ হটাতে গুলি ছোঁড়ার আগে জলকামান নিক্ষেপ করেছে। ঐ অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আকাশে দুইবার সতর্কতা হিসেবে গুলি ছোঁড়া হয় এরপর বিক্ষোভে রাবার বুলেট ছুঁড়ে পুলিশ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*