প্রাণের ৭১

আমিরাতে ভিন্ন ধর্মাবলম্বীকে নাস্তিক বললেই সাজা

কোন সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ কিংবা ঘৃণা ছড়ানোকে অপরাধ হিসেবে চিহ্নিত করে নুতন আইন পাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে এখন থেকে কেউ যদি এ ধরনের কাজ করেন, তাহলে তাকে ৫০ হাজার থেকে ২ মিলিয়ন দিরহাম জরিমানা কিংবা ছয়মাস থেকে দশ বছরের কারাদন্ড দেয়া হতে পারে।

 

 

 

আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন যায়েদ আল নাহিয়ান এ সম্পর্কিত একটি ডিক্রী জারি করেছেন।

 

আইনটি বর্ণবাদ, ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এবং জাতিগত বিদ্বেষকে রুখতে ব্যবহার করা হবে। কেই যদি কাউকে নাস্তিক বলে সম্মোধন করে, এ আইনে তারও শাস্তি হবে।

 

আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম তার অফিসিয়াল ফেসবুক ও টুইটার একাউন্টে লিখেছেন, নতুন আইনটি বাকস্বাধীনতা, ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করবে। এছাড়া সৃষ্টিকর্তাকে এবং তার বার্তাহকদের (নবী) কটাক্ষ করাও এ আইনের পরিপন্থী।

 






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*