প্রাণের ৭১

আড়াইহাজারে চার লাশ উদ্ধারের ঘটনায় ২ মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গুলিবিদ্ধ চার যুবকের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে অপরটি হত্যা মামলা।

আড়াইহাজার থানার এসআই রফিউদ্দৌলা বাদী হয়ে রবিবার রাতে মামলাগুলো করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিচয় শনাক্তের পর নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গ থেকে সোমবার তিনজনের লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। তারা হলেন পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার লোকমানের ছেলে জহিরুল (৩০), খাইরুল সরদারের ছেলে সবুজ সরদার (১৭) ও একই এলাকার জামালউদ্দিন প্রামাণিকের ছেলে ফারুক প্রামালিক (৩৫)।

এর আগে রবিবার রাতে লুৎফর মোল্লা (৩০) নামে একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী ফকির বাড়ি এলাকায় চার ব্যক্তির লাশ পাওয়া যায়। তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও একটি সিলভার রঙয়ের নোয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*