প্রাণের ৭১

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান ইউরোপীয় শক্তিগুলোর

ইউরোপের তিনটি ক্ষমতাধর দেশ ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে সৃষ্ট উত্তেজনা নিরসনে রোববার সংলাপের আহ্বান জানিয়েছে। তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যাওয়ায় তারা এ আহ্বান জানায়। খরব এএফপি’র।
ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে ২০১৫ সালে করা চুক্তিটি ফের ভেঙ্গে যাওয়ার ঝুঁকির মুখে পড়ায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের দেয়া বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে এতে বলা হয়েছে, এটি টিকিয়ে রাখার নিশ্চয়তার বিষয়টি তেহরানের ওপর নির্ভর করছে।
এলিসি প্রাসাদ থেকে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি সৃষ্ট উত্তেজনা নিরসনে উপায় খুঁজে বের করার ফের সংলাপ শুরুর জন্য সময় এসেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের সংকটে সংশ্লিষ্ট সকল পক্ষকে থামানো এবং তাদের পদক্ষেপের সম্ভাব্য পরিণতির কথা বিবেচনা করা প্রয়োজন।’
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে ২০১৫ সালের চুক্তি করার ক্ষেত্রে ইউরোপের তিন দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে তাদের ইউরোপীয় মিত্র দেশগুলো হতাশ হয়।
ইউরোপীয় এ তিন ক্ষমতাধর দেশের পক্ষ থেকে বলা হয়, ‘ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করায় এবং এ পরমাণু চুক্তির বিভিন্ন শর্ত আর না মানার তেহরানের সিদ্ধান্তের পর চুক্তিটি ফের ভাঙ্গনের ঝুঁকিতে পড়ায় আমরা উদ্বিগ্ন।
তাদের পক্ষ থেকে আরো বলা হয়, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বেধে দেয়া সীমা ইরানের অতিক্রম করার সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা এ পারমাণবিক চুক্তির প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে। তবে এটি ইরানের পূর্ণ শর্ত প্রতিপালনের ওপর নির্ভর করছে।’
বিবৃতিতে বলা হয়, ‘এ ব্যাপারে ইরানের সম্প্রতি গ্রহণ করা সিদ্ধান্ত থেকে সরে আসতে তেহরানের প্রতি আমরা জোরালো আহ্বান জানাচ্ছি।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*