প্রাণের ৭১

‘ইরান যত খুশি ক্ষেপণাস্র বানাবে, বাধা দিতে এলে যে কেউ মাটির সাথে মিশে যাবে।

ইরানের প্রভাবশালী আলেম ও জুমার খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, যত ইচ্ছা তত ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইরান। এবং একইভাবে ক্ষেপণাস্ত্রের পাল্লাও বাড়ানো হবে। আর বাঁধা দিতে এলে আমেরিকা ও ইসরায়েল মাটির সাথে মিশে যাবে। শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবায় এমনটাই মন্তব্য করেন তিনি।
আয়াতুল্লাহ আহমাদ খাতামি আরও বলেছেন, আমেরিকা ও ইসরায়েল হচ্ছে আল্লাহ ও ইসলামের শত্রু। শত্রুরা ফিলিস্তিন সংকটকে মুসলমানদের মন থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়। আমেরিকা ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের নানা তৎপরতারও সমালোচনা করেন খাতামি। তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সৌদি আরবও যোগ দিয়েছে।
আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার প্রতিযোগিতা শুরু করেছে। কিন্তু জানা উচিত এই প্রতিযোগিতা তাদের পতনের সূচনা হিসেবে কাজ করবে। ইসরায়েলের পতন অবশ্যম্ভাবী বলে তিনি মন্তব্য করেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*