প্রাণের ৭১

তিক্ত সত্য

একেই বুঝি বাস্তবতা কয় ! – মোহাম্মদ হাসান

জীবনের কঠিন বাস্তবতায় প্রতিনিয়ত আলিঙ্গন করে নেয়া অসঙ্গতিগুলে ক’দিন বেশ পিড়া দিয়ে চলছে।
বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও রাজনৈতিক আত্মীয় করন, বলয় গড়ন,দূর্বিত্তায়ন ও নৈরাজ্যের কারণে কখনো কখনো চিত্ত হয় তিক্ত। ক্ষুব্ধও হয়ে হিয়া। মানসপটে ভেষে আসে ফেলে আসা জীবনের প্রধান অংশ সরলীকৃত, জীবনের তথাকথিত জয়গানের চেয়ে আত্মদহন, রোমান্টিক অনুসন্ধিৎসা, প্রেম ও দুঃস্বপ্নের হরেক স্মৃতিময় অধ্যায়।

কবি সজল চৌধুরীর তিক্ত সত্য কবিতার পংক্তিগুলো আজ বেশ মনে পড়ছে-

কেউ কাউকে চাইনা হারাতে কিন্তু সবাই যায় হারিয়ে,

তৃণ মাড়িয়ে বহু পথ পেড়িয়ে দিগন্ত তবু দিগন্তে দাঁড়িয়ে

তারপর ও থাকি বেঁচে অজানা কিছুর প্রত্যাশায়
এই বুঝি আসবে সে আমার আঙিনায়,
হেমন্ত ফুরায় আঙিনা ভরে কতশত শষ্যবীজে
তার স্মরণে দুমুঠো ছড়াই শীত শুন্য আঙিনাতে,

দিন শেষে রাত নামে,অপেক্ষায় যেন বিশ্রাম আসে,
চোখের পাতাও চায় অবসর নোনা সিক্ততা থেকে,
নিশীতে নিশাচরের নিশীবাস নিশীতার নিশীভারে
ঈস্পিত ভঙ্গিতে অবসরের ইঙ্গিত যেন ইতি টানে,

জীবনের শেষ অপরান্হে জানা হয় সেই তিক্ত সত্য
মিথ্যার এ মর্তে আমরা বড় শক্ত অন্ধ ভক্ত।

সত্যিই আমরা বড্ডবেশী মিথ্যার মর্তের প্রেমে দৃঢ় অন্ধ প্রেমিক বনে গেছি। প্রিয়াদের সবরকম বচনই যেন সন্দশামৃত।বাদ বিচারের বা সত্যতা নিরুপনের প্রয়োজনও মনে করিনা।

প্রতিনিয়ত এ লৌকিক প্রেম দিনাদিন অনেক প্রিয় কে অপ্রিয় ভেবে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বনবাসে পাঠিয়ে দিচ্ছি।

ইতিহাস বলে জীবনের কঠিণ সময়ে ঐ লৌকিক প্রেমিকরা কুম্ভকর্ণের মত নিদ্রায় শায়িত রয় আর বনবাসী বাতাসে ভেসে আসা সংবাদে তীব্র গতীতে খিপ্র হয়ে তেড়ে এসে নিকটে দাঁড়িয়ে রয়।

একেই বুঝি বাস্তবতা কয়!

লেখকঃ মোহাম্মদ হাসান, সাংবাদিক, কলামিস্ট।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*