প্রাণের ৭১

এক পলকে বারৈয়ারহাট পৌর-নির্বাচনে মেয়র পদে  আ’লীগের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম খোকন

মোহাম্মদ হাসানঃ চট্রগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা, বারৈয়ারহাট পৌর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনের একপলকঃ

★১৯৯০ সালে বারৈয়ারহাট কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে ১৯৯১ সালে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পান।

★১৯৯৩ সালে বারৈয়ারহাট কলেজ ছাত্রলীগের সভাপতি ও মীরসরাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

★১৯৯৮ সালে হিঙ্গুলি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হয়ে মূলসংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে অভিষেক।

★ ২০০১ সাল থেক এ পর্যন্ত হিঙ্গুলি বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উপদেষ্টা হয়ে যুব সমাজকে সৃজনশীল কর্মকান্ডে জড়িয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন।

★ ২০০৩ সালে বারৈয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব গ্রহণ করেন।

★ ২০১৪ সালে বারৈয়ারহাট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হন।

★২০১৫ সালে বারৈয়ারহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্যিক কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরগণের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

★২০১৯ সালে পূনরায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পান।

★ ২০১০ সালে ধুমঘাট হাজী চান মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর শিক্ষানুরাগী সদস্য হন।

★২০১২ সাল থেকে আজ অবদি বারৈয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

★২০১৭ সাল থেকে দারুল কোরআন ইসলামী একাডেমির সভাপতির দায়িত্বেরত।

★২০১৮ সাল হতে বারৈয়ারহাট কলেজ গভর্ণিং বডির অভিবাবক সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা উন্নয়নে কাজ করে চলছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*