প্রাণের ৭১

এবছর রমজানে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য অন্য বছরের চেয়ে তিনগুণ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

মোহাম্মদ হাসানঃ বিগত সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উধ্বর্গতি ঠেকাতে আগামী রমজানে টিসিবির পণ্য অন্য বছরের চেয়ে ৩ গুণ বাড়ানো হবে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

২৪ জানুয়ারি রবিবার সচিবালয়ে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ভোজ্যতেলের দাম ঠিক করা হবে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসকে সামনে রেখে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারিও বাড়ানো হবে। শুধু তেল বলে নয়, রমজান মাস সামনে রেখে সবকিছু নিয়ে চিন্তা করা হচ্ছে। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, রমজান মাস সামনে রেখে সবকিছুর ব্যবস্থা করতে যেন মানুষের কষ্ট না হয়।

টিসিবির মাধ্যমে এবং বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ঠিক করতে যেন সেই সময় খাদ্যদ্রব্য তারা সাশ্রয়ী মূল্যে পায়, মানুষের যাতে কষ্ট না হয় তার ব্যবস্থা করতে। সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*