প্রাণের ৭১

কম্বোডিয়ায় মদ পান করে ৩ জনের মৃত্যু, ৪৪ জন হাসপাতালে ভর্তি

কম্বোডিয়ার ক্রেটি প্রদেশের এক গ্রামাঞ্চলে স্থানীয় প্রক্রিয়ায় প্রস্তুত করা মদ পান করে তিন ব্যক্তির মৃত্যু ও অপর ৪৪ জনকে শংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। ভাত থেকে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত মদে বেশি পরিমাণে মিথানল ছিল বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।
ক্রেটি প্রদেশের সাম্বু জেলার পুলিশ প্রধান বুন ছোইওন সিনহুয়া-কে জানান, ‘বৃহস্পতিবার ক্রেটি প্রদেশের রেফারাল হাসপাতালে বিষাক্ত মদ পান করে দুইজন পুরুষ ও এক নারী মারা যান ও অপর ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বুধবার সন্ধ্যায় ডেমরে গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের প্রত্যেকেরই মাথা ঘোরা, চোখে চুলকানি, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট দেখা দেয়।
বুন ছোইওন জানান, গ্রাম্য ওই মদ প্রস্তুতকারককে এ ধরনের দুঃখজনক ঘটনার জন্যে আটক করে জিজ্ঞাবাদ করা হচ্ছে। মদের নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র লাই সোভান এ ঘটনার সত্যতা যাচাই করে বলেন, স্বাস্থ্য কর্মকতাদের ওই গ্রামে প্রেরণ করা হয়েছে, ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য পরীক্ষার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*