প্রাণের ৭১

করোনা আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু

মোহাম্মদ হাসানঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক জালাল সাইফুর রহমান (উপসচিব, বিসিএস প্রশাসন সার্ভিসের ২২তম ব্যাচ) ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে আজ ৬ এপ্রিল সোমবার সকাল ৭ঃ৩০ ঘটিকায় মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যদের আইসোলেশনে নেয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মি. ভট্টাচার্য জানিয়েছেন, গত ২২শে মার্চ ওই কর্মকর্তা জ্বরে আক্রান্ত হন। এরপর তিনদিনের মধ্যে তিনি সেরে ওঠার পর, ২৬শে মার্চ তিনি আবার আক্রান্ত হন।

এক পর্যায়ে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ বা আইইডিসিআর থেকে ওই কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার ফলাফলে ওই কর্মকর্তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হবার পর ৩০শে মার্চ তাকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার ভোরে ওই কর্মকর্তা মারা যান।

বাংলাদেশে গত ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়, এবং ১৮ই মার্চ প্রথম একজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

গতকাল অর্থাৎ পাঁচই এপ্রিল আইইডিসিআর নিয়মিত ব্রিফিংয়ে জানায় বাংলাদেশে মোট ৮৮জন মানুষ কোভিড-১৯ বা করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন মোট ৯জন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*