প্রাণের ৭১

করোনা আতঙ্ক: চুম্বন ও জনসমাবেশের ক্ষেত্রে ফ্রান্সে নিষেধাজ্ঞা

ফ্রান্সে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভারান নাগরিকদের সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন। বন্ধুবান্ধব ও আত্মীয়দের মধ্যে চুম্বনের মাধ্যমে শুভেচ্ছা জানানোর রীতি রয়েছে ফ্রান্সে। সেখান থেকেও এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই এই বাড়তি সতর্কতা হিসাবে চুম্বন না করার কথা বলা হয়েছে।
এমনকি, ফ্রান্স সরকার ৫ হাজারেরও বেশি লোকের কোনও জনসমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে দু’জনের মৃত্যু হয়েছে।

তাই এই পরিস্থিতি যাতে বৃদ্ধি না পায় সেই জন্যই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
গতকাল রবিবার প্যারিসের হাফ-ম্যারাথন বাতিল করা হয়েছে। কান শহরে চারদিনের একটি বড় বাণিজ্যিক প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। ওই প্রদর্শনীটি মার্চ থেকে জুন পর্যন্ত হওয়ার কথা ছিল।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানান, ফ্রান্সে গত শনিবার পর্যন্ত এই ভাইরাসের ১৬ জনের আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে।

তাই পাঁচ হাজারের বেশি কোন জনসমাবেশকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*