প্রাণের ৭১

কুমিল্লায় বিচারকের সামনে আসামি হত্যার ঘটনায় মামলা

কুমিল্লায় খাস কামরায় ঢুকে বিচারকের সামনে ফারুক নামের এক আসামিকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার বাঙ্গরা থানার এএসআই ফিরোজ বাদী হয়ে অভিযুক্ত হাসানকে আসামি করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

কোতয়ালী মডেল থাকার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, বাঙ্গরা থানার এএসআই ফিরোজ বাদী হয়ে ফারুকের হত্যাকারী হাসানকে একমাত্র আসামি করে ওই মামলাটি দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবির ইন্সপেক্টর প্রদীপ মন্ডলকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

আসামি হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে।

উল্লেখ্য, সোমবার কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সময়ে এজলাস অতিক্রম করে খাস কামরায় ঢুকে এক আসামি অন্য আসামিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

২০১৩ সালে কুমিল্লার মনোহরগঞ্জের কান্দি গ্রামে হাজী আবদুল করিম হত্যার ঘটনায় মামলা হয়। সোমবার ওই মামলার জামিনে থাকা আসামিদের হাজিরার দিন ধার্য ছিল। বেলা ১১টার দিকে আসামিরা আদালতে প্রবেশের সময় ৪নং আসামি ফারুককে ছুরি নিয়ে ৬নং আসামি হাসানকে তাড়া করে। এ সময় জীবন বাঁচাতে ফারুক বিচারকের খাস কামরায় ঢুকে গেলে সেখানেই তাকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়।

UNB






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*