প্রাণের ৭১

ক্লাসে বসা নিয়ে ঝগড়া, এক বন্ধু ব্লেড দিয়ে চিড়ে দিল অপর বন্ধুর পিঠ!

আন্তর্জাতিক ডেস্ক :: ক্লাসে কে কোন জায়গায় বসবে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া চলছিল। আচমকা এক জনের পিঠে ব্লেড চালিয়ে দেয় আর এক বন্ধু। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির উপকণ্ঠে বদরপুরে। সেখানকার তাপবিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র রাফি আলির পিঠে ৩৫টি সেলাই পড়েছে।

প্রথমে স্কুলেই চিকিৎসা করা শুরু হয়। সেখানে রক্তপাত বন্ধ না হওয়ায় স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরেও অবস্থা ভাল হয়নি বুঝে চিকিৎসক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে গেলে তার পিঠে ৩৫টি সেলাই করা হয়।

রাফি জানিয়েছে, বসার জায়গা নিয়ে কয়েকদিন ধরেই গণ্ডগোল চলছিল এক সহপাঠীর সঙ্গে। তার জায়গায় বসতে দিতে হবে বলে দাবি করেছিল সেই সহপাঠী। এবং সেখানে বসতে না দিলে ব্লেড দিয়ে মারার হুমকিও দিয়েছিল সে। সেই কথা ক্লাসের শিক্ষককে জানিয়েছিল রাফি। কিন্তু সেই অভিযোগে আমলে নেননি শিক্ষক।

টিফিনের সময় শৌচাগারে গেলে সেখানে আরও কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে রাফিকে হেনস্থা করতে শুরু করে ওই ছাত্র। তারপরেই পিঠে ব্লেড দিয়ে আঘাত করে সে।

ঘটনায় স্কুলের গাফিলতির অভিযোগ এনেছে রাফির পরিবার। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*