প্রাণের ৭১

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশ দিল হাইকোর্ট

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

 

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম।

 

সাভার উপজেলার ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করে ২০১৩ সালে ১৬ জানুয়ারি গেজেট প্রকাশ করেছিল ইসি।

 

সেই গেজেট চ্যালেঞ্জ করে রোববার এক নম্বর শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করেন।

 

তার আবেদনের ওপর শুনানি নিয়েই হাইকোর্ট বেঞ্চ ভোট ছয় মাসের জন্য স্থগিত করে দেন।

 

আদালতে তার পক্ষে শুনানি করেন জিএম ইলিয়াস হোসেন কচি। তিনি জানান, সীমানা নির্ধারণ বিষয়ক জটিলতা নিয়ে ওই রিট দায়ের করা হয়েছিল। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন মোখলেসুর রহমান।

 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশনে আগামী ১৫ মে নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যে এ নির্বাচনের প্রচার জমেও উঠেছিল। এর মধ্যে আজ এ নির্বাচনে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*