প্রাণের ৭১

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে

গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ন্যাশনাল ফরেনসিক সায়েন্স এজেন্সি জানায়, রোববারের অগ্ন্যুৎপাতে প্রাণ হারানো ১০৯ জনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। এরআগে মৃতের সংখ্যা ছিল ৯৯ জন।
সংস্থা জানায়, দুর্যোগ কবলিত এলাকার কাছে সাময়িকভাবে স্থাপিত একটি মর্গে সর্বশেষ সাতজনের লাশ রাখা হয়েছে। অপর তিনজনের লাশ রাজধানীর কেন্দ্রীয় মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গুয়াতেমালা সিটির ৩৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত এ আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত বিগত চার দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।
এতে অনেক লোক আহত এবং ১২ হাজারের বেশী লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*