প্রাণের ৭১

চট্টগ্রামে ১১ হাজার ছাড়ালো করোনা শনাক্ত রোগী

মোহাম্মদ হাসানঃ প্রাণঘাতি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৫৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৬ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১০ জনে।

আজ ৯ জুলাই বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল বুধবার চট্টগ্রামের ছয় ল্যাবে ১ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ১৭৬ জন ও ৮৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৪ জন ও উপজেলা পর্যায়ের ২৪ জন বাসিন্দার করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা মিলেছে নগরের ২১ জন ও ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩৬ ও উপজেলার ৬ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১১ জন ও বিভিন্ন উপজেলার ২৮ জনের করোনা মিলেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩১ জন ও উপজেলার ৭ জনের করোনা মিলেছে।

শেভরণ ল্যাবে ২৪৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬৩ জন ও উপজেলার ১১ জন বাসিন্দার করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বুধবার চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়নি।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া উপজেলা পর্যায়ে ৮৩ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৬, বাঁশখালীর ৩, চন্দনাইশের ৮, পটিয়ার ৫, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১৭, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ২০, মিরসরাইয়ের ৬ ও সীতাকুণ্ডের ৪ জন বাসিন্দা আছেন।

এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১১ হাজার ৩১ জনের মধ্যে নগরের ৭ হাজার ৬৭৮ জন ও বিভিন্ন উপজেলার ৩ হাজার ৩৫৩ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২১০ জনের মধ্যে নগরের ১৫০ জন ও উপজেলার ৬০ জন বাসিন্দা।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮ জন করোনা রোগী। এ নিয়ে সুস্থ হয়েছে মোট ১ হাজার ৩২৪ জন করোনা রোগী।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*