প্রাণের ৭১

চীন ও উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিমের চীন সফর নিশ্চিত করেছে

গত দু’দিন ধরেই বিশ্ব গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামে ছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন চীন সফরে গিয়েছেন। তবে বিষয়টি কোনো গণমাধ্যমই নিশ্চিত করেতে পারছিল না। অবশেষে সব গুঞ্জন পেছনে ফেলে প্রকাশিত হয়েছে কিমের পাশে দাঁড়ানো চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর হাস্যোজ্জ্বল একটি ছবি। সেই সঙ্গে চীন ও উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিমের চীন সফর নিশ্চিত করেছে।

২০১১তে ক্ষমতা গ্রহণের পর কিম জং উন প্রথম বারের মতো দেশের বাইরে কোথাও সফরে গেলেন। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক বরাবরই ভালো। পরমাণু অস্ত্র ত্যাগের ব্যাপারে কিম চীনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে কিমের আলোচনা সফল হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই সফর সম্পর্কে মঙ্গলবার চীনের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ হুকাবি সান্ডার্স বলেন, ‘আমরা এই উন্নতিকে আমাদের প্রচারণার আরেকটি প্রমাণ হিসেবেই দেখছি। সর্বোচ্চ চাপ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের সঠিক পরিবেশ তৈরি করছে।’

গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ গ্রহণ করেন।

আর তাই কিমের চীন সফরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*