প্রাণের ৭১

চুক্তিভিত্তিক নিয়োগে আরো দু’বছর প্রধানমন্ত্রীর মূখ্য সচিব থাকছেন ড. আহমদ কায়কাউস

মোহাম্মদ হাসানঃ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসকে আরও দু’বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৯ ধারা অনুযায়ী আহমদ কায়কাউসকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিত করার শর্তে আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।’

প্রসঙ্গত, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি কায়কাউসকে সিনিয়র সচিব করা হয়। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আহমেদ কায়কাউস সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকাকালে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ দেওয়া হয়।

আহমদ কায়কাউসকে অবসর দেওয়া হলেও নতুন করে এখন পর্যন্ত কাউকে মুখ্যসচিব নিয়োগ দেওয়া হয়নি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*