প্রাণের ৭১

জামায়াতের নিবন্ধন বাতিল

জামায়াতে ইসলামীর নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

১৯৭১ সালে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের কোন নির্বাচনে এখন থেকে আর অংশ গ্রহণ করতে পারবে না।

জামায়াত নিষিদ্ধের দাবি বহু আগের। ১৯৭৮ সালে গোলাম আযম দেশে আসার পর মাওলানা আবদুর রহিমের ইসলামিক ডেমোক্রেটিক দল থেকে আশ্রয় নেয়া জামায়াত নেতাদের দিয়েই পুনরুজ্জীবিত করা হয় জামায়াত ইসলামী।


গোলাম আযম হন এর অঘোষিত আমীর। সেই থেকেই শুরু হয় গোলাম আযমসহ যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত নিষিদ্ধের দাবি।

শেষ পর্যন্ত ২০০৯ সালে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়।

এরপরে আরো জোরালোভাবে এই দলটিকে নিষিদ্ধের দাবি তোলে গণজাগরণ মঞ্চ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ দেশের বিশিষ্ট নাগরিকেরা।



(পরবর্তি সংবাদ) »



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*