প্রাণের ৭১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মানব পাচার মামলার ২ আসামি নিহত

টেকনাফ উপজেলার কাটাবুনিয়া এলাকায় শনিবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, নিহত দুজনই মানব পাচার মামলার পলাতক আসামি ছিলেন।

নিহতরা হলেন- নাইট্যংপাড়ার রশিদ আহমেদের ছেলে মো. রুবেল হোসেন (২৮) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের শরণার্থী হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক (৩৩)।

ওসি প্রদীপের ভাষ্য, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানব পাচারকারী দলের সদস্যদের গ্রেপ্তার করতে সাবরং কাটাবুনিয়া নৌকাঘাট এলাকা অভিযান চালায় পুলিশের একটি দল। সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মানব পাচারকারী দলের সদস্যরা। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

পুলিশের ওই কর্মকর্তার দাবি, এক পর্যায়ে অন্যান্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল ও ফারুকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ইউএনবি)






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*