প্রাণের ৭১

ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে মামলা করলেন পর্ন তারকা

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সময়ের কথিত যৌন সম্পর্কের ব্যাপারে চুপ থাকতে হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেছিলেন স্টর্মি ড্যানিয়েলস৷ কিন্তু হোয়াইট হাউস বলছে, কোনো হুমকি তাঁকে দেয়া হয়নি৷ তবে মানহানির হামলা করেছেন ড্যানিয়েলস৷মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কৌঁসুলি মাইকেল কোয়েনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস৷ তবে গণমাধ্যমে ট্রাম্পের সঙ্গে ড্যানিয়েলসের অন্তরঙ্গ সম্পর্কের কথা নানাভাবে প্রকাশ হলেও হোয়াইট হাউস এ ধরনের কোনো সম্পর্ক কখনো ছিল না বলে দাবি করেছে৷

প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমার ৩৯ বছর বয়সি এই নায়িকার আসল নাম স্টেফেনি ক্লিফোর্ড৷ গত সপ্তাহান্তে সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তাঁর মুখ বন্ধ রাখতে ট্রাম্পের এক প্রতিনিধি তাঁকে শারীরিকভাবে ক্ষতি করার হুমকি দিয়েছিল৷

এখন পর্যন্ত যা জানা গেছে:

ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে স্বেচ্ছায় যৌনমিলনে অংশ নিয়েছিলেন তিনি৷ ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার সেই সময় বাচ্চা হয়েছিল৷

তাঁর দাবি, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কথা ২০১১ সালে বিক্রির চেষ্টাকালে লাস ভেগাসের একটি কার পার্কে ট্রাম্পের এক প্রতিনিধি তাঁকে শারীরিকভাবে ক্ষতি করার হুমকি দিয়েছিলেন৷ ট্রাম্পের প্রতিনিধি নাকি তাঁকে বলেছিলেন, ‘‘ট্রাম্পকে ছেড়ে দাও, অতীতের কাহিনী ভুলে যাও৷” সেই সময় ড্যানিয়েলসের নবজাতক সন্তানের দিকে তাকিয়ে নাকি সেই ব্যক্তি বলেছিলেন, ‘‘এই সন্তানের মায়ের যদি কিছু হয়ে যায়, তাহলে তা লজ্জার ব্যাপার হবে৷”

২০১৬ সালের নির্বাচনের আগে নাকি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তাঁকে ১৩০,০০০ মার্কিন ডলার দেয়া হয়েছিল৷

গত ৬ মার্চ তিনি সেই ঘটনা অপ্রকাশ সংক্রান্ত চুক্তি বাতিলের জন্য আদালতে মামলা করেন, কেননা, ট্রাম্প নাকি সেই চুক্তিতে কখনো স্বাক্ষরই করেননি৷

তাঁর আইনজীবী মাইকেল আভেনাতি দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে ড্যানিয়েলসের সম্পর্কের সিডি বা ডিভিডিও নাকি রয়েছে৷

সর্বশেষ:

সিবিএস-এ রবিবার ড্যানিয়েলসের সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর হোয়াইট হাউস এবং কোয়েন পুনরায় জানিয়েছে,  ট্রাম্পের সঙ্গে ড্যানিয়েলসের কোনো সম্পর্ক ছিল না এবং তাঁকে কোনো ধরনের হুমকি-ধামকিও দেয়া হয়নি৷

কোয়ান উল্টো ড্যানিয়েলসের প্রতিই তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন৷ জবাবে ড্যানিয়েলস তাঁর মামলায় কোয়েনের বিরুদ্ধে মানহানির অভিযোগ অন্তর্ভূক্ত করেছেন৷

এআই/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)



(পরবর্তি সংবাদ) »



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*