প্রাণের ৭১

ঢাকায় টানা ৩০ ঘন্টা অপারেশন, আলাদা হলো জোড়া মাথার দুই বোন

রাবেয়া-রুকাইয়াদের বাড়ি পাবনায়। মাথা জোড়া লাগানো অবস্থায়ই জন্ম হয়েছিল শিশু দুটির

 

 

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অস্ত্রোপচারের পর জোড়া মাথার দুই বোন রাবেয়া-রুকাইয়াকে আলাদা করেছেন হাঙ্গেরির চিকিৎসকেরা।

 

২ আগস্ট, শুক্রবার টানা ৩০ ঘণ্টার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল পর্যায়ে আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

 

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মাসে দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের (এডিপিএফ) উদ্যোগে রাবেয়া-রুকাইয়াকে হাঙ্গেরি পাঠানো হয়। সেখানে একটি অপারেশনের মাধ্যমে তাদের মাথায় বিশেষ এক্সপান্ডার স্থাপন করা হয়েছিল।

 

দুই বোনের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর নিউরোসার্জন আন্দ্রেস কসোকে এএফপিকে বলেন, “তাতের অবস্থা স্থিতিশীল। তবে তারপরও সতর্ক থাকতে হবে।”

 

প্রসঙ্গত, রাবেয়া-রুকাইয়াদের বাড়ি পাবনায়। মাথা জোড়া লাগানো অবস্থায়ই জন্ম হয়েছিল শিশু দুটির। ২০১৭ সালে এডিপিএফ রুবাইয়া-রুকাইয়ার চিকিৎসার দায়িত্ব নেয়। চূড়ান্ত এই অস্ত্রোপচারের আগে চিকিৎসকেরা জানিয়েছিলেন, দুই বোনের বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিটটি।

 

হাঙ্গেরির দাতব্য সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বজুড়ে গরিব মানুষকে তারা সেবা দিয়ে থাকে। রাবেয়া-রুকাইয়াদের বাড়ি পাবনায়।

 

অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন হাঙ্গেরির দাতব্য সংস্থা। এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে থাকে।

এএফপি






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*