প্রাণের ৭১

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২২৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২২৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি (ডিবি)।

সোমবার শৃঙ্খলা কমিটির এক মিটিং এসব সিদ্ধান্ত নেয়া হয় এবং সিন্ডিকেটে বিষয়টি চুড়ান্ত হবে বলে জানান তিনি।

তিনি বলেন, পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করা হয়েছে। তবে তাদের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থী বলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, অধিভুক্ত বলে আলাদা করবে না। তারাও আমাদেরই শিক্ষার্থী। এদিকে শৃঙ্খলা কমিটি লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, মনোবিজ্ঞান বিভাগসহ কয়েকটি বিভাগের বেশ কয়েকজন ছাত্রকেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*