প্রাণের ৭১

তসলিমা নাসরিন সহ ৪ জনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

দৈনিক আল ইহসান ও মাসিক আল বায়্যিনাতের সম্পাদক মুহম্মদ মাহবুব আলমের করা এই মামলায় অন্য আসামিরা হলেন নারী বিষয়ক পোর্টাল উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর, ভারপ্রাপ্ত সম্পাদক সুচিস্মিতা সীমন্তি ও উপদেষ্টা সম্পাদক লীনা হক।

 

মাহবুব আলম বৃহস্পতিবার ঢাকার সাইবার ক্রাইমস ট্রাইব্যুনালে মামলাটির আরজি নিয়ে যান।

 

বিচারক সাইফুল ইসলাম তা এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দিতে ঢাকার শাহজাহানপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে ট্রাইবুনালের পেশকার শামীম আহমেদ জানিয়েছেন।

বাদী শাহজাহানপুর এলাকায় বসে ইন্টারনেটে তাদের লেখা পড়ে অভিযোগ করেছেন বলে তদন্তের দায়িত্ব ওই থানাকে দেওয়া হয়েছে।

‘উইমেন চ্যাপ্টার’ এ প্রকাশিত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের ‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শীর্ষক লেখার জন্য এই মামলাটি হলেও নারী পোর্টালটিতে অন্যরা প্রায়ই ইসলামবিরোধী লেখা লিখে আসছেন বলে বাদীর অভিযোগ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*