প্রাণের ৭১

দেশের বন্যার্ত মানুষের পাশে পুলিশের ত্রান কার্যক্রম অব্যাহত

মোহাম্মদ হাসানঃ দেশের নাগরিকদের জান মাল রক্ষাসহ আইনশৃঙ্খলা রক্ষায় কঠোরতার পাশাপাশি বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) এর নির্দেশে দেশের বন্যাকবলিত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশ সূত্রে প্রকাশ, শুধু স্বাভাবিক সময়ে নয়, প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট যে কোন দুর্যোগে বাংলাদেশ পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল, এরকম ব্রত নিয়ে বন্যাকবলিত জেলাসমূহে পুলিশের পক্ষ থেকে ত্রান কার্যক্রম চলছে।
গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কুড়িগ্রাম সহ বন্যাকবলিত জেলাসমূহে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে, বিভিন্নভাবে। কোথাও কোথাও শ্রদ্ধা, ভালবাসা আর সহায়তার উপটৌকন হিসাবে আইজিপি’র পক্ষে বন্যাকবলিতে অসহায় মানুষদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপকরণ ও পোষাক সামগ্রী । পুলিশের এই কার্যক্রমে যেন কোন পিছিয়ে পরা জনগোষ্ঠী বাদ না পরে সে বিষয়েও খেয়াল রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
যে কোন প্রয়োজনে সম্মানিত নাগরিকদের সম্মানে বাংলাদেশ পুলিশের এমন কার্যক্রম পৌনঃপুনিক ভাবে অব্যাহত থাকবে।

শান্তিতে ও দূর্যোগে সর্বদাই জনগনের কল্যানে নিবেদিত বাংলাদেশ পুলিশ ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*