প্রাণের ৭১

দেশে করোনায় আক্রান্ত ১১ হাজার ছুঁইছুঁই

মোহাম্মদ হাসানঃ গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭৮৬ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।  এ নিয়ে করোনায়  আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরো ১ জন।

আজ ৫ মে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

তিনি জানান, নতুন ৭৮৬ জন  সহ  মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯২৯ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১৮৩ জন।

উল্লেখ্য গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

এদিকে আজ এখন পর্যন্ত করোনা ভাইরাসের নিয়মিত আপডেট দেয়া প্রতিষ্ঠানে ওয়ার্লডমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৫৮ হাজার ২৬৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার ৫৬৪ জনের। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১২লাখ ২ হাজার ৮৭০ জন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*