প্রাণের ৭১

পাঁচশ’ বছর আগেই ফ্রিজ, গাড়ি, হেলিকপ্টার, রোবটের কথা ভেবেছিলেন যিনি

বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির ওপর এক বছরব্যাপী এক অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন ফ্রান্স এবং ইতালির দুই প্রেসিডেন্ট — এমানুয়েল ম্যাক্রঁ এবং সার্জিও মাতারেলা ।

 

দা ভিঞ্চি শুধু বিখ্যাত মোনা লিসা ছবির চিত্রকরই নন, তিনি ৫০০ বছর আগেই ভেবেছিলেন রোবট, ফ্রিজ, গাড়ি এমনকি হেলিকপ্টারের কথা – এর কোন কোনটি তিনি নিজে তৈরিও করেছিলেন। করেছিলেন মানবদেহ এবং রোগ নিয়ে গবেষণা।

 

দ্য ভিঞ্চির মৃত্যুর পাঁচশো বছর উপলক্ষে ফরাসি শহর আমবোয়াসে এই অনুষ্ঠান হয়।

 

চিত্রকলা, স্থাপত্য, বিজ্ঞান এবং প্রকৌশলে সিদ্ধহস্ত দ্যা ভিঞ্চি ইতালিতে জীবনের বেশিরভাগ সময় কাটালেও তার মৃত্যু হয় ফ্রান্সে।

 

 

BBC






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*