প্রাণের ৭১

পাকিস্তান ছেড়ে কানাডায় আসিয়া বিবি

ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসির দণ্ড নিয়ে আট বছর কারাগারে থাকার পর পাকিস্তানি খ্রিস্টান নারী আসিয়া বিবি দেশত্যাগ করেছেন। বুধবার তার আইনজীবীর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

 

ছয় মাসেরও বেশি সময় আগে দেশটির শীর্ষ আদালত তাকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন।

 

আসিয়া বিবির আইনজীবী সাইফুল মুলুক বলেন, যেসব জায়গায় যোগাযোগ করা সম্ভব, তাদের কাছ থেকে জেনেছি তিনি কানাডার উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেছেন।

 

চার সন্তানের এ জননীর কানাডায় যাওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের টিভি চ্যানেল জিও ও এআরওয়াই।

 

এছাড়া তার দুই মেয়ে কানাডায় অবস্থান করছেন এবং সেখানে আশ্রয় চেয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে।

 

প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে আসিয়া গ্রেফতার হয়েছিলেন।

 

শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসলেও ২০১০ সালে পাকিস্তানের নিম্ন আদালত আসিয়াকে ধর্ম অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্টও পরে একই সাজা বহাল রাখেন।

 

গত অক্টোবরে মৃত্যুদণ্ডের রায় বদলে আসিয়া বিবি বলে পরিচিত আসিয়া নুরিনকে খালাস দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিমকোর্ট, যা নিয়ে দেশটির কট্টরপন্থী মুসলিম দলগুলো তুমুল বিক্ষোভ করে।

 

তারা আসিয়ার মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে বিক্ষোভ করে এবং তার দেশত্যাগে বাধা দিতে সরকারের ওপর চাপও সৃষ্টি করে।

 

খালাসের রায় পর্যালোচনা শেষে জানুয়ারিতে সুপ্রিমকোর্ট আগের রায় বহাল রাখলে আসিয়ার দেশছাড়ার পথ সুগম হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*