প্রাণের ৭১

পাট কাটার সময় বজ্রপাত, প্রাণ গেল একই গ্রামের ৪ কৃষকের

মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামে বজ্রপাতে চারজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মাগুরা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আঠার খাদা মাঠে ছামিন মোল্ল্যা (৩৫), রহমত মোল্ল্যা (৫৫), আকরাম মোল্ল্যা (৪০) ও মন্নু (২৫) বৃষ্টির ভিতর পাট ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

 

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি আঠার খাদা মাঠের পাশ্ববর্তী আলীধানী গ্রামে। বজ্রপাতে একই গ্রামে চারজন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বৃষ্টি শুরু হলে স্থানীয় কৃষকরা ওই বৃষ্টির মধ্যেই বিলের পানিতে দাঁড়িয়ে পাট কাটছিলেন। ৩টার দিকে বজ্রপাত হলে ওই ক্ষেতের ৪ জনই নিহত হন। পরে তাদের লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়।

মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*