প্রাণের ৭১

পারিশ্রমিকে অভিনেত্রীদের ঠকানো হয়: কঙ্গনা

অন্যসব তারকাদের মতো মুখে কুলুপ আঁটতে পারেন না স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রণৌত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে কথা বলে বোমা ফাটিয়েছেন এই অভিনেত্রী।বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অভিনেত্রীদের দিয়ে কাজ করিয়ে নেয় অথচ সেই পরিমাণ পারিশ্রমিক দেয় না বলে দাবী কঙ্গনার।

ভারতের সংবাদধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘সত্যি বলতে আমি ভাবি না যে আমাকে সমাজ পরিবর্তন করতে হবে। আমি একজন ভালো মানুষ, কিন্তু মহান নই। আমি আমার অধিকারের জন্য লড়াই করি। আমার ক্যরিয়ারের জন্য আমাকে লড়াই করতে হয়। কিন্তু বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অভিনেত্রীদের দিয়ে কাজ করিয়ে নিলেও প্রাপ্য সম্মানি দেয় না। তাঁদের কাছে শ্রমের প্রকৃত মূল্যায়ন নেই।‘

কঙ্গনা আরও বলেন, ‘মানুষ ভাবে আমি প্রতিদিন লড়াই করছি। আমার অবস্থা খুব খারাপ। আমার কোনও ভবিষ্যৎ নেই। কারণ আমার জোহর বা রোশনদের মতো বন্ধু নেই। কিন্তু, বিষয়টা তেমন নয়। আমি মুক্তির অপেক্ষায় থাকা ‘মণিকর্ণিকা’ ছবিতে কাজ করেছি। যেটি বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের নারীকেন্দ্রিক ছবি।‘

উল্লেখ্য, কঙ্গনার আগে বলিউডে নারীদের পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনিও যোগ্যতা ও শ্রম অনুযায়ী অভিনেত্রীদের পারিশ্রমিক দেওয়ার কথা বলেছিলেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*