প্রাণের ৭১

প্রিয়াঙ্কা-নিক জোনাসের বিয়ে, অনুষ্ঠানে জুতো চুরির দায়িত্ব নিয়েছেন পরিণীতি চোপড়া

শোনা যাচ্ছে নভেম্বরে প্রিয়াঙ্কা-নিক জোনাসের বিয়ে। বিয়ের অনুষ্ঠানে জুতো চুরির দায়িত্ব নিয়েছেন পরিণীতি চোপড়া। আর চুরি করা জুতার জন্য তিনি নিকের কাছে দাবী করেছেন ৫০ লক্ষ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় একচল্লিশ কোটি টাকা।

বিয়ের অনুষ্ঠানে বরের জুতো চুরি করে লুকিয়ে রাখার রীতি রয়েছে ভারতীয় বিয়ের রীতিতে। লুকিয়ে রাখা জুতোর বিনিময়ে টাকা অথবা উপহার দাবি করেন শ্যালিকারা। পরিনীতি সম্পর্কে নিকের শ্যালিকা। আর তাই, জুতো ফেরত পেতে হলে নিকের কত টাকা গুণতে হবে, তা আগেই জানিয়ে দিয়েছেন পরিণীতি।

পরিণীতি বললেন, ‘নিকের সঙ্গে দুই রাত আগে আলোচনায় বসেছিলাম। তাকে জানালাম, টাকার পরিমাণটা ঠিক ফেলা উচিত। আমি চাইলাম পাঁচ মিলিয়ন। নিক জানালেন, দশ মিলিয়ন দিবেন।’ তিনি আরও বলেন, ‘আমি কিন্তু অনেক টাকা নেব। কারণ, আমি তার সবচেয়ে প্রিয় শ্যালিকা হতে চাই।’

জানা গেছে প্রিয়াঙ্কার বিয়েতে ২০০ অতিথিকে দাওয়াত দেয়া হবে। একদম কাছের আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে হবে তাদের। এর আগে, ১৮ আগস্ট প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ‘রোকা’ অনুষ্ঠানের মাধ্যমে বাগদান করেছেন। নিউজ এইটিন






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*