প্রাণের ৭১

ফখরুলসহ বিএনপির ৭ নেতার জামিন স্থগিত হয়নি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় সাত নেতাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় গত ৩ অক্টোবর হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন নেন বিএনপির সাত শীর্ষ নেতা।

একইসাথে পুলিশ প্রতিবেদন দেয়ার চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। এই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে।

জামিনপ্রাপ্ত অপর ছয় নেতা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় মামলা করে পুলিশ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*