প্রাণের ৭১

ফিলিস্তিনে ইসরাইলি সেনার গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১৮

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। গতকাল সোমবার আহত একজন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। হাসপাতালে আহতদের চিকিত্সা দিতে হিমশিম খাচ্ছেন চিকিত্সকরা। প্রায় দুই হাজার ফিলিস্তিনি আহত হয়। খবর আল জাজিরা’র

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার জানিয়েছে, আহত ফারিস আল-রাগিব (২৯) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। গত শুক্রবার বিক্ষোভের সময় ইসরাইলি সেনারা তার তলপেটে গুলি করেছিল। গাজার স্থানীয় হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, আহতদের চিকিত্সার ক্ষেত্রে তারা হিমশিম খাচ্ছেন। পর্যাপ্ত ঔষধ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি হাসপাতালে নেই। প্রতিদিনিই আহত হয়ে হাসপাতালে আসছে ফিলিস্তিনিরা। জরুরি অধিবেশনের পর ইসরাইলি সেনাদের হত্যার তদন্তের নির্দেশ দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কিন্তু ইসরাইল সেই নির্দেশ না মানার ঘোষণা দেয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*