প্রাণের ৭১

বরিশালে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাংচুর: স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট

আগৈলঝাড়ায় রাধাগোবিন্দ মন্দিরের ছয়টি প্রতিমা ভাংচুর করে স্বর্ণালঙ্কার, প্রণামী বাক্সের টাকাসহ পূজায় ব্যবহৃত কাসা পিতলের সরঞ্জাম লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, পুলিশ সুপার, ইউএনও, অতিরিক্তি পুলিশ সুপার। মন্দিরে প্রতিমা ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব পতিহার গ্রামের সরকার (শীল) বাড়ির সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে। পরে মন্দিরের রাধা-কৃষ্ণ বিগ্রহ, গৌর-নিতাই ও লক্ষ্মী-নারায়ণ প্রতিমার হাত ও মাথা ভাংচুর করে বিচ্ছিন্ন করে। এ সময় দুর্বৃত্তরা প্রতিমার গায়ে থাকা সোনার অলংকার, প্রণামী বাক্সের টাকা ও মন্দিরে পূজায় ব্যবহৃত কাসা পিতলের অন্তত ১৫ কেজি থালা বাসন লুট করে নিয়ে যায়।

 

শুক্রবার সকাল পাঁচটার দিকে মন্দির সংলগ্ন বাসিন্দা আরতী শীল মন্দিরে গিয়ে প্রতিমা ভাংচুর ও চুরির ঘটনা দেখে পাশের লোকজনদের জানান। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের তিনটি জুতা উদ্ধার করা হয়। পরে খবর দেওয়া হয় আইন শৃংখলা বাহিনীকে।

শুক্রবার দুপুরে মন্দির কমিটির সভাপতি পরাণ চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামরা দায়ের করেছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*