প্রাণের ৭১

বাংলদেশের ইসলামপন্থি দলগুলোকে কেন ডাকছে ভারত?

ভারতের আমন্ত্রণে বাংলাদেশের অন্যতম ইসলামী দল জাকের পার্টির শীর্ষ নেতৃত্ব এখন দিল্লি সফর করছেন – তারা দেখা করছেন ক্ষমতাসীন বিজেপির নেতা-মন্ত্রীদের সঙ্গেও।

গত মাসদুয়েকের মধ্যে ভারত সরকার বা সরকারেরই কোনও সংস্থার আমন্ত্রণে বাংলাদেশের জাতীয় পার্টি বা আওয়ামী লীগের শীর্ষ নেতারা যেমন দিল্লি সফরে এসেছেন – তেমনি তরিকত ফেডারেশন বা জাকের পার্টির মতো ছোট দলগুলোও একই ধরনের আমন্ত্রণ পেয়েছে।

বাংলাদেশে এই নির্বাচনের বছরে ভারত কেন এই দলগুলোকে প্রকাশ্য আমন্ত্রণ জানাচ্ছে? আর দিল্লিতে এসেই বা তারা ঠিক কী করছেন – তা নিয়ে রীতিমতো আলোচনাও চলছে।

গত কয়েক সপ্তাহের ভেতর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এইচ টি ইমাম বা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ যেমন দিল্লিতে ঘুরে গেছেন, তেমনি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নাজিবুল বাশার মাইজভান্ডারীও ভারত সফরে এসেছেন।

 






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*