প্রাণের ৭১

বাংলাদেশের ধর্মীয় সংগঠন হেপাজত ইসলাম সংবর্ধনা দিচ্ছে প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আল্লামা শাহ আহমদ শফীর পরিচালনাধীন আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ।

সোমবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উপস্থিত হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়জুল্লাহ পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘কওমি সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সর্বোচ্চ সংস্থা ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ’ সংবর্ধনা দেবে।’

মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে তারিখ নিয়ে ঢাকায় চলতি মাসের মধ্যেই অনুষ্ঠান করে এই সংবর্ধনা দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার যাবতীয় প্রস্তুতিমূলক কাজের জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

কমিটিতে মাওলানা আশরাফ আলী, মুফতি রুহুল আমীন, মুফতি ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, আবদুল হালিম বোখারী, মাওলানা আরশাদ রাহমানী, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আবদুল বছিরকে রাখা হয়েছে।

বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র জানায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল্লামা শাহ আহমদ শফী।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ বিল পাস হয়।

জানা গেছে, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সর্বোচ্চ সংস্থাটির অন্তর্ভুক্ত ৬ বোর্ডের কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দাওরায়ে হাদিসের সমাপনী পরীক্ষার তারিখ, পরীক্ষার পদ্ধতির মানোন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা শাহ আহমদ শফী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন, আশরাফ আলী, আনোয়ার শাহ, মাহমুদুল হাসান, আবদুল হালিম, আবদুল হালিম বোখারী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আরশাদ মাদানী প্রমুখ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*