প্রাণের ৭১

বিএনপি আমার ওপর যে অত্যাচার করেছে তা ভোলা খুব কঠিন: এরশাদ

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপি আমার ওপর যে অত্যাচার করেছে তা ভোলা খুব কঠিন। তারা বিনা অপরাধে আমার ছেলে-মেয়েকে জেলে দিয়েছিল, আমার স্ত্রীকে জেলে দিয়েছিল-আমার স্ত্রী তো রাজনীতি করতো না! এসব ভোলা খুব কঠিন। রবিবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে নিজ দলের অবস্থান সম্পর্কে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আমি বর্তমান জোটে নির্বাচন করবো। আমি সরকারের সঙ্গে আছি, জোটে আছি। আর বিএনপি না আসলে আলাদা নির্বাচন করবো। এখন এটাই আমাদের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি।’

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন হবে। সেখানে ৭-৮ জন মন্ত্রীর মধ্যে আমরাও থাকবো।’

এসময় এরশাদের সঙ্গে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. আককাছ আলী সরকার, জেলা জাতীয় পার্টির নেতা চৌধুরী শফিকুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*