প্রাণের ৭১

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ২৬ লাখ মৃত ১ লাখ ৮৪ হাজার

মোহাম্মদ হাসানঃ সারাবিশ্বে ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। কোনো কোনো দেশে নতুন আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও অন্য দেশগুলোতে বাড়ছে তারচেয়ে বেশি। ইতোমধ্যে বিশ্বে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ছাড়িয়ে গেছে। নতুন সংক্রমণের সঙ্গে সমানতালে বাড়ছে  করোনায় মৃত্যুর সংখ্যাও।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুসারে, আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল পর্যন্ত, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন। তাদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৩৫ হাজার ৮৩১ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৬৭৪ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সাত লাখ ১৭ হাজার ৬২৫ জন সুস্থ হয়ে উঠেছে এবং ১ লাখ ৮৪ হাজার ২১৭ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে বুধবার পর্যন্ত আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৩৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট তিন হাজার ৭৭২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ সাতজন ও নারী তিনজন। এ ছাড়া সাতজন ঢাকায় মারা গেছেন।

নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট তিন হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে দেশের ৫৫ জেলায় করোনা ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি। ডা. নাসিমা সুলতানা আরো জানান, নতুন করে পাঁচজনসহ মোট ৯২ জন সুস্থ হয়েছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*