প্রাণের ৭১

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা প্রায় ২ লাখ,আক্রান্ত ২৭ লাখ ১৮ হাজার!

মোহাম্মদ হাসানঃ  শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ শুক্রবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৭ লাখ ১৮ হাজার ১৩৯ জন। তাদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৮২ হাজার ০৪ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৬৭৯ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭ লাখ ৪৫ হাজার ৫০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ১ লাখ ৯০ হাজার ৬৩৫ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ মোট ১০৮ জন সুস্থ হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*