প্রাণের ৭১

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৯৫ হাজার ১৬ লাখ ছুঁইছুঁই!

মোহাম্মদ হাসানঃ বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৫২৩ জন। মৃতের সংখ্যা ৯৫ হাজার ২১ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লাখ ৫৩ হাজার ১৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ১ হাজার ৮শ ৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ফ্রান্সে ১ হাজার ৮শ জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।

গবেষণা ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে, এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৪ লাখ ৫৬ হাজার ৪১২ জন আক্রান্ত হয়েছে। গত একদিনেই দেশটিতে ৩৩ হাজারের বেশি নতুন করে এতে আক্রান্ত হয়েছে। প্রতিদিন এই সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়েছে। যুক্তরাষ্ট্রে টানা তিন দিন মৃতের সংখ্যা প্রায় ২ হাজার। হিসেব অনুযায়ী করোনায় আক্রান্তের সংখায় সবার শীর্ষে রয়েছে ক্ষমতাধর এই দেশটি।
বিশ্বে করোনায় আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ নেই। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গরাজ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে উইওমিং অঙ্গরাজ্যে এখনো করোনায় কারও মৃত্যু হয়নি।
করোনায় বেশি বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। শুধু নিউইয়র্কে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা এখন দেড় লাখের কাছাকাছি। সেখানে করোনায় আক্রান্তদের মধ্যে ৬ হাজারের বেশি মারা গেছে।

উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনায় ফ্রান্সে এরই মধ্যে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার। ইউরোপের এই দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে। গত একদিনে দেশটিতে আরও ১ হাজার ৮শ জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, এবং আক্রান্ত হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি। তবে করোনায় আক্রান্ত ৭ হাজার ৬৬ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। অপরদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২৩ হাজার ২০৬ জন।
অপরদিকে মহারমারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে সবচে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইতালিতে। মৃত্যুর দিকে থেকে ইউরোপের এ দেশটির অবস্থান সবার শীর্ষে। সেখানে এ যাবৎ ১৮হাজার ২শ ৭৯ জন মারা গেছে। আক্রান্তের দিক থেকে ৩য় স্থানে থাকা এ দেশটিতে ১ লাখ ৪৩ হাজার ৬শ ২৬ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২৮ হাজার ৪৭০ জন।
এদিকে ইউরোপের আরেক দেশ স্পেনে মৃত্যুর সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। দেশটি আক্রান্তের সংখ্যার দিক থেকে ইতালিকে টপকে ২য় স্থানে উঠে এসেছে। এখন পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। মৃত্যুর হিসেবে দেশটি তিনে রয়েছে। মৃতের সংখ্যা প্রায় সাড়ে ১৫ হাজার।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা বিশ্বের ২০৯ টি দেশে আঘাত হেনেছে। আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। এত প্রাণ হারিয়েছে প্রাণ এক লাখ মানুষ। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৫৫ হাজার রোগী। চিকিৎসাধীনদের মধ্যে প্রায় অর্ধলক্ষ আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশে গতকাল দুপুর পর্যন্ত ১১২ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩০। নতুন করে একজন মারা গিয়েছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ২১। অন্যদিকে, পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ হাজার ৪৪৭। সব মিলিয়ে মারা গিয়েছেন ৬৫ জন। সিন্ধ প্রদেশে ১৪ এপ্রিলের পর লক ডাউন শিথিল হতে পারে। তবে জন সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। এরই মধ্যে করাচির বস্তিতে ভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*