প্রাণের ৭১

ভারতের বিমান সৌদির আকাশ দিয়ে গেল ইসরায়েলে

তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি নামার পর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়। ছবি: রয়টার্স
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি নামার পর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়। ছবি: রয়টার্স

ইসরায়েলগামী উড়োজাহাজের জন্য এই প্রথম খুলল সৌদি আরবের আকাশ সীমা; যে সুযোগ নিয়ে তেল আবিব গেল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট।
ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির উড়োজাহাজটি বুধবার সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে ইসরায়েল পৌঁছে বলে যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে।

তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি নামার পর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়। ইসরায়েলের পর্যটনমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

দুই বছরের চেষ্টার ফলে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহারের সুযোগ মিলল বলে জানান তিনি।

এর মধ্য দিয়ে ইসরায়েলগামী বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশ সীমা ব্যবহারের ৭০ বছরের নিষেধাজ্ঞা সৌদি আরব কার্যত তুলে নিল বলে মনে করা হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

অনেক মুসলিম দেশের মতো সৌদি আরবও মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। সৌদি আরবের আকাশ দিয়ে কোনো বাণিজ্যিক বিমানও ইসরায়েলে যেতে পারে না।

তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচির আওতায় অনেক কিছু বদলাচ্ছে সৌদি আরবে। পাশাপাশি ইরানকে নিয়ে উদ্বেগও কাছাকাছি আনছে সৌদি আরব ও ইসরায়েলকে।

অন্যদিকে নরেন্দ্র মোদীর জমানায় ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে তিনিই প্রথম ইসরায়েল সফর করেন, এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নয়া দিল্লি সফরে যান।

সৌদি আরবের আকাশ সীমা ব্যবহারের কারণে এয়ার ইন্ডিয়ার তেল আবিবগামী ফ্লাইটটির উড্ডয়ন ঘণ্টা আড়াই ঘণ্টা কমেছে। এতে যাত্রীদের টিকেটের দামও কমে আসবে বলে মনে করা হচ্ছে।

আকাশে উড়োজাহাজগুলোর বিচরণ পর্যবেক্ষণকারী অ্যাপ ফ্লাইটরাডারে দেখা যায়, বুধবার গ্রিনিচ মান সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনারটি সৌদি আরবের আকাশ সীমায় ঢোকে। সৌদি আরবের রাজধানী রিয়াদের ৩৭ মাইল দূরত্বে ৪০ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যায় উড়োজাহাজটি।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি এসেছিল ওমান হয়ে সৌদি আরবের আকাশ দিয়ে জর্ডান পেরিয়ে ইসরায়েল পৌঁছায়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*